Explore Our Blogs

BUP ( FASS+FSSS)
BUP ( FASS+FSSS) দেখো তোমরা সবাই বল যে কোন বই পড়বে কোনটা পড়লে চাঞ্ছ হবে। এই ধরনের প্রশ্ন তো তোমরা অনেক করে থাকো।

Shamim Sabuj
Jul 9, 2025

BUP ( FASS+FSSS )
চল, আজকে আমরা BUP ( FASS+FSSS ) এর জন্য তোমাদেরকে কিছু পরামর্শ দেই, যে কিভাবে পড়াশুনা করলে খুব সহজেই এইখানে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবে।

Shamim Sabuj
Jun 26, 2025

****** মানবিক বিভাগ ********
মানবিক ও বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজি যে যে টপিক পড়বে এবং কোথাই থেকে পড়বে তার একটা লিস্ট দিচ্ছি।

Shamim Sabuj
Jun 25, 2025

***ব্যবসা প্রশাসন বিভাগ **** ( BUP-FBS + JU-IBA )
সবচেয়ে দুক্ষের বিষয় হলো সেকেন্ড টাইম ব্যবসা প্রশাসনের ক্ষেত্র অনেক ছোটো হয়ে যায়। এছাড়াও প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে। সাথে বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগের ছেলে মেয়েরা অনেকেই এই বিভাগে পরীক্ষা দেয় তাই প্রতিযোগিতাও অনেক বেশি হয়। সব মিলিয়ে এই বিভাগের ছাত্র ছাত্রীর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু অগোছালো হয়ে যায়।

Shamim Sabuj
Jun 24, 2025

BUP-FST & JU-A Unit
BUP-FST বিশেষ করে এই বিভাগে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দেই কিন্তু সিট খুবেই কম মাত্র ২৫০। ডিপার্ট্মেন্ট ও মাত্র ৩ টা। তবে চল আজকে আমরা সুভাস এডুর পক্ষ থেকে এই ফ্যাকাল্টি নিয়ে একটু আলোচনা করি।

Shamim Sabuj
Jun 24, 2025

******ইংরেজি*********
আজকের লেখাটা শুধু মানবিক ও বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েদের জন্য

Shamim Sabuj
Jun 23, 2025

*******বাংলা********
আজকে আমি তোমাদের জন্য এমন একটি সাবজেক্টের বিষয় লিখছি, যেই সাবজেক্টে কিছু দিন আগ পর্জন্ত আমার ব্যাপক দুর্বলতা ছিলো। বিশেষ করে যারা আমার মত বিজ্ঞান থেকে বিভাগ অন্যান্য বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য ভয়ের আরেকটা নাম হচ্ছে বাংলা। আমি আমার বাংলার বাজে অবস্থা দূর করার জন্য বাংলার এক ম্যামের কাছে তিন মাস টিউশন নেই। উনার কাছে থেকে খুব ভালো করে শেখার চেস্টা করি বাংলা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এখনো বাংলাতে, গনিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মত অতটা দক্ষ হয়ে উঠতে পারি নি। তবে চেস্টা চালিয়ে যাচ্ছি। কোনো এক দিন হয়তোবা কিছুটা দক্ষ হব।

Shamim Sabuj
Jun 23, 2025

সাধারণ জ্ঞান
ভাইয়া, এত পড়তে পারছি না, এত এত তথ্য মাথায় রাখতে পারছি না, কত কত পড়ব, এত এত তথ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। এইসব প্রশ্নের উত্তর গত ৫, ৬ বছর ধরে দিতে দিতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি।

Shamim Sabuj
Jun 22, 2025