BUP- FBS & JU-IBA এর জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে।

BUP- FBS & JU-IBA এর জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবে।

যদি এই মাসে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় তাহলে নভেম্বার বা ডিসেম্বারে ছারকুলার আসতে পারে। ছারকুলার পাবলিশের মিনিমাম ১ মাস পর পরীক্ষা ডেট হয়ে থাকে। সে হিসেবে ধরে নেই, জানুয়ারি হচ্ছে পার্ফেক্ট সময়, পরীক্ষা নেবার জন্য। আমি একটা সম্ভাব্য তারিখ যদি ধরি ২০ থেকে ২৫ জানুয়ারির যে সময়টা তে শুক্রবার এবং শনিবার হবে তখন পরীক্ষা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইটা আমার মতামত।

Shamim Sabuj

By Shamim Sabuj

Published on October 12, 2025 • Updated on October 12, 2025

১। সবার আগে জেনে নেই কবে পরীক্ষা হতে পারে।

যদি এই মাসে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় তাহলে নভেম্বার ছারকুলার আসতে পারে। ছারকুলার পাবলিশের মিনিমাম ১ মাস পর পরীক্ষা ডেট হয়ে থাকে। সে হিসেবে ধরে নেই, ডিসেম্বার হচ্ছে পার্ফেক্ট সময়, পরীক্ষা নেবার জন্য। আমি একটা সম্ভাব্য তারিখ যদি ধরি ২০ থেকে ২৫ ডিসেম্বার যে সময়টা তে শুক্রবার এবং শনিবার হবে তখন পরীক্ষা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইটা আমার মতামত।

২। মানবন্টন

ইংরেজি -২৫ গনিত-৪০ সাধারণ জ্ঞান-১০ জেই ( ইংরেজি-৩০ গনিত-৩০ জিকে-১০ বাংলা-০৫ )

৩। মানবন্টন থেকে যা বুঝা যাচ্ছে।

গনিত ও ইংরেজি অংশে সবচেয়ে বেশি মার্ক্স বহন করছে। তাই এই জাগায় যদি বেসিক দুর্বল থাকে তাহলে বেশ প্যারা খেতে হবে। তাই এইখানে বেশি সময় দিতে হবে।

৪। কিভাবে প্রস্তুতি নিবে।

প্রথমেই আমি বলব, সুভাস এডুর গনিত, জ্যামিতি ও ইংরেজির প্লে লিস্ট গুলো ভালো করে দেখে ফেলবে। লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে।

এতে তোমার বেসিক কিছুটা উন্নতি হবে এর পরে সুভাস এডুর গনিত বই লেকচার সিট, সহ যত যত এই রিলেটেড পিডিএফ আছে সব গুলো চর্চা করতে হবে রেগুলার। গনিতের জন্য সুভাস এডুর সব কিছু অনুসরণ করলেই যথেষ্ট।

ইংরেজির জন্য যা যা করবে, প্রথমেই সুভাস এডুর ভোকাবুলারির পিডিএফটা নিবে সেই ভোকেব গুলো vocabulary. com থেকে রেগুলার চর্চা করবে। কোনো মুখস্থ করা যাবে না, যাস্ট চর্চা করবে। কিভাবে করবে তা দেখার জন্য সুভাস এডুর ভকাবুলারি প্লে লিস্ট থেকে গিয়ে ভিডিয়ো টা দেখে নিবে। তাহলেই হবে। কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে।

গ্রামার সেকশনের জন্য সুভাস এডুর লেকচার সিট এবং সেনটেন্স কারেকশনের যে সিট গুলো আছে তা সংগ্রহ করে নিবে ওইগুলো ভালোভাবে বুঝে বুঝে চর্চা করবে, তাহলেই হবে।

সাধারণ জ্ঞানের জন্য সুভাস এডু পরীখার আগে আগে একটা পি ডিএফ দিয়ে দিবে। একদম ফ্রীতেই পাবে সবাই সেই পিডিএফটা ঐটা ভালোভাবে শেষ করলে আর তেমন কিছু পড়া লাগবে না। ওইটাই এনাফ।

সাথে সুভাস এডু ডিসেম্বারের ১ তারিখ শুধু BUP-FBS & JU-IBA এর জন্য যে বইটা বের করবে সবাই সেইটা কিনে পড়বে ঐটা খুবেই কার্যকরি একটা বই হবে বলে আমার বিশ্বাস।

৪। ভাইয়া সুভাস এডুর কিছু পড়তে চাচ্ছি না, এখন উপায়।

সুভাস এডুর কিছু না পড়লে, যেভাবে প্রস্তুতি নিবে।

গনিতের জন্য মেন্টরস বইটা শেষ করবে। ইংরেজীর জন্য ক্লিফস টফেল এবং ভোকেবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট এর পার্ট ওয়ান শেষ করলেই হবে।

সাধারণ জ্ঞানের জন্য স্পটলাইট পড়লেই হবে। সাথে সুভাস এদুর ইউটিউব চ্যানেল রেগুলার ভিজিট করবে।

এই প্রস্তুতিতে কিছু না বুঝেল আমাকে ফেসবুক বা হোয়াটস অ্যাপে নক দিবে, যখন মনে হবে তখনেই আমি পুরো এই এডমিসন জার্নিতে তোমাদের সাথে থাকবো। কথা দিচ্ছি। কেউ সুভাস এডুর কোর্স কর বা না কর কোনো সমস্যা নাই, ভাইয়াকে দরকারে যখন তখন নক দাও। ভাইয়া পাশে আছি ইন শাহ্‌ আল্লাহ।

আমাদের সুভাস এডুর BUP- FBS & JU-IBA একটা ব্যাচ রানিং ( চলতেছে) এই ব্যাচটিতে আমি ভাইয়া পুরোপুরি কানেক্টেড। সব গুলো ক্লাস আমি নিজে নিচ্ছি। তাই তোমরা কেউ আগ্রহী হলে আমি ভাইয়াকে নক দাও। আগ্রহী না হলেও পড়াশুনা সম্পর্কিত যেকোনো বিষয়ে ভাইয়া কে নক দিয়ে জিজ্ঞেস কর যে কিভাবে কি করলে ভালো করবে।

আজকের মত এইখাইনেই শেষ। এই গ্রুপে আমি রেগুলার তোমাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করবো। তোমরা এই গ্রুপটিতে একটিভ থাকবে, তাহলেই অনেক কিছু একসাথে গুছিয়ে পেয়ে যা