#মানবিক_বিভাগ ( যেভাবে প্রস্তুতি নিবে )

#মানবিক_বিভাগ ( যেভাবে প্রস্তুতি নিবে )

আজকে আমরা কথা বলবো মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা নিয়ে। এই লেখাটা পুরোটা সেকেন্ড টাইমারদের নিয়ে। তাঁদের কথা মাথায় রেখেই এই লেখাটা সাজানো হয়েছে।

Shamim Sabuj

By Shamim Sabuj

Published on October 13, 2025 • Updated on October 13, 2025

#মানবিক_বিভাগ

আজকে আমরা কথা বলবো মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা নিয়ে। এই লেখাটা পুরোটা সেকেন্ড টাইমারদের নিয়ে। তাঁদের কথা মাথায় রেখেই এই লেখাটা সাজানো হয়েছে।

১। সেকেন্ড টাইমাররা এখন কোন কোন জাগায় পরীক্ষা দিতে পারবে তা সবার আগে আলোকপাত করি।

১। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

২। রাজশাহী ইউনিভার্সিটি

৩। চট্টগ্রাম ইউনিভার্সিটি ( ৫ নাম্বার কাটা হবে )

৪। জি এস টি

৫। বি ইউ পি

দেখো তোমাদের জন্য এই জায়গা গুলো এই মুহুর্তে খোলা আছে । এইগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে।

২। মনে রেখো তোমাদের সাথে কম্পিটিশন করবে ফার্স্ট টাইমাররা সাথে তোমরা সেকেন্ড টাইমাররা সবাই। সেই সূত্রে মিনিমাম ৬০ থেকে ৭০ হাজারের উপরে ছেলে মেয়ে তোমাদের সাথে প্রতিযোগিতা করবে।

৩। ধরো সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজারের মত সিট এই সব গুলো বিশ্ববিদ্যালয়ে আছে। পরীক্ষা দিবে ৬০ থেকে ৭০ হাজার মানবিক বিভাগ থেকে। এখন তোমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকে এত এত প্রতিযোগিতার মাঝে আমি কি চাঞ্ছ পাব ।

৪। তুমি অবশ্যই চাঞ্ছ পাবে তবে কিভাবে পাবে তার একটা হিসেব আমরা মিলিয়ে নেই।

ক) ৭০ হাজারের মধ্যে অর্ধেক কোনো ধরণের প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে আসবে, তারা পরীক্ষা দেয়ার আগেই বাদ

খ) বাকি ৩৫ হাজারের মধ্যে অর্ধেক ভর্তি পরীক্ষা শুরুর ১ থেকে দেড় মাস আগে থেকে প্রস্তুতি শুরু করবে, তারাও বাদ ভাগ্য ক্রমে দুই একজন হয়তোবা চাঞ্ছ পেলেও পেতে পারে।

গ) তাহলে চলে আসলো ১৭ হাজারে । এই পরিমাণ ছাত্র ছাত্রী মুলত সত্যিকারের চেস্টা করবে ভর্তি পরীক্ষার জন্য। এদের মধ্যে থেকেই ১০ ১২ হাজার এই ভার্সিটি গুলোতে চাঞ্চ পাবে।

৫। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এদের মধ্যে থেকে চাঞ্ছ পাবে তার একটা হিসেব আমরা করে ফেলি এখন।

ক) যারা প্রতিদিন মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা পড়বে,

খ) সপ্তাহে ৩ দিন রুটিন করে পরীক্ষা দিবে

গ) একটা কৌশল বা কর্ম্পরিকল্পনা করবে

ঘ) আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবে

ঙ) যেকোনো একজন ভাইয়ার আন্ডারে থেকে গাইড লাইন নিবে, ( অমুক ভাই, তমুক ভাই, সবার কথা শুনতে গেলে গোলমাল পাকিয়ে ফেলবে, তাই যেকোনো একজনের গাইড লাইন ভালো করে অনুসরণ করতে হবে।

চ) সব পড়া যাবে না, কি কি পড়তে হবে আর কি কি বাদ দিতে হবে তা খুবেই গুরুত্বপূর্ণ । চাঞ্ছ পাবার ক্ষেত্রে এইটা একটা বড় ভুমিকা রাখে।

ছ) প্রতিটা ভার্সিটিতে কিছুটা ভিন্নতা রয়েছে প্রশ্ন প্যাটার্নের ক্ষেত্রে তাই সেগুলার দিকে ভালো ভাবে নজর দিতে হবে।

জ) চর্চা চর্চা চর্চা , অর্থাৎ চর্চা করার বিকল্প কিছু নেই। পড়া শেষ করে বার বার রিভিশন দিতে হবে।

৬) তোমাদের তিনটা সাবজেক্টকে প্রাধান্য দিতে হয়

ক) বাংলা

খ) সাধারণ জ্ঞান

গ) ইংরেজি

তোমরা প্রথমেই খুঁজে বের করবে যে কোন বিষয়ে তোমাদের দুর্বলতা রয়েছে বা আগের বছর কোন বিষয়ে বেশি সমস্যার সম্মুখিন হয়েছ। সেই বিষয়ে সবার আগে দুর্বলতা কাটাতে হবে, এইটা না করতে পারলে চাঞ্ছ পাওয়াটা অধরাই রয়ে যাবে মনে রেখো।

৭। সবশেষে যেটা বলবো, একটা সঠিক রুটিন করে ফেলতে হবে, সেই অনুযায়ি প্রতিদিন পড়াশুনা করতে হবে, এবং কতক্ষন পড়বে তা নির্ভর করবে তোমার মেধার উপরে, এবং তুমি কি ধরণের ছাত্র তার উপরে।

এর পরের ক্লাসে সাবজেক্ট গুলো নিয়ে রিভিয়ো দিবো । আর তোমাদের যত প্রশ্ন আছে মানবিক বিভাগ নিয়ে আমাকে কর, আমি পরশ্ন গুলো নিয়ে সব গুলোর উত্তর গুছিয়ে লিখে এইখানে পোস্ট করে দিবো।

তোমাদের ভাইয়া তোমাদের সাথে আছে থাকবে পুরো ভর্তি পরীক্ষা জুরে