
BUP ( FASS+FSSS)
BUP ( FASS+FSSS) দেখো তোমরা সবাই বল যে কোন বই পড়বে কোনটা পড়লে চাঞ্ছ হবে। এই ধরনের প্রশ্ন তো তোমরা অনেক করে থাকো।

By Shamim Sabuj
Published on July 9, 2025 • Updated on July 9, 2025
BUP ( FASS+FSSS) দেখো তোমরা সবাই বল যে কোন বই পড়বে কোনটা পড়লে চাঞ্ছ হবে। এই ধরনের প্রশ্ন তো তোমরা অনেক করে থাকো।এই ব্যাপারে আমার মতামত হল, সাধারণ জ্ঞান যেকোনো একটা বই খুব ভালো করে পড়বা। তবে মনে রাইখো সব টপিক পড়া যাবে না। অবশ্য সব টপিক মনে রাখাও সম্ভব নয়। আমার পছন্দের তালিকায় mp3 সব সময় থাকবে। কারণ ওরা শুধু আগের বছরের প্রশ্ন গুলোই তুলে ধরেছে। তবে অন্যান্য গুলো ও খারাপ নয়। যেটাই পড় একটা বই পড়বে এবং বুঝে কোন গুলো পড়া যাবে কোন গুলো বাদ দিবে। সাথে সুভাস এডুর সকল পিডিএফ।ইংরেজি, এইটা যেকোনো একটা বই পড়লে হবে না। যেমন মাস্টার্স এর সিলেক্টেড কিছু টপিক খুব ভালো করে পড়তে হবে। ভোকাবুলারিটা সুভাস এডুর পিডিএফ থেকে পড়তে হবে।সাথে প্রচুর আগের বছরের প্রশ্ন সমাধান করতে হবে। এর জন্য জয়কলি দেখতে পারো চাইলে না দেখেলও সমস্যা নাই, আগের বছরের প্রশ্নের পি ডি এফ অনলাইনে আছে তা নামায় নিতে পারবে।বাংলা এর জন্য ব্যাকরণ পড়বে নবম দশম শ্রেণির ব্যাকরণ বইটা। বিরচন পড়বে অভিযাত্রী অথবা ভাষা শিক্ষা। সাথে আগের বছরের প্রশ্ন সমাধান করতে হবে অনেক।এইভাবে সাজাই নিলে প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। সাথে সুভাস এডুর সব প্রশ্ন পিডিএফ এগুলা তোমাদের এই গ্রুপে ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। তোমরা আমাদের পোস্ট গুলো শেয়ার করবে। এইটাই তোমাদের কাছে চাওয়া।আমি শামীম সবুজ তোমাদের ভার্সিটি ভর্তি পড়িক্ষার এই জার্নিতে পুরোপুরি যুক্ত থকবো। যেকোনো দরকারে আমাকে নক দাও। চাইলে আমাদের ফ্রী ক্লাস গুলো তে যুক্ত হও। পাশে আছি এবং থাকবো ইন শাহ্ আল্লাহ।for more info:Visit : https://suvashedu.com/course/7Knock me Shamim Sabuj or whatsApp: 01724-304107 or suvashedu page