
BUP ( FASS+FSSS )
চল, আজকে আমরা BUP ( FASS+FSSS ) এর জন্য তোমাদেরকে কিছু পরামর্শ দেই, যে কিভাবে পড়াশুনা করলে খুব সহজেই এইখানে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবে।

By Shamim Sabuj
Published on June 26, 2025 • Updated on June 26, 2025
BUP ( FASS+FSSS
চল, আজকে আমরা BUP ( FASS+FSSS ) এর জন্য তোমাদেরকে কিছু পরামর্শ দেই, যে কিভাবে পড়াশুনা করলে খুব সহজেই এইখানে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবে।
১। সবার প্রথম যে কাজ করতে হবে।
সবার আগে জেনে নিতে হবে এই ভার্সিটির পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। যেমন মানবন্টন, প্রশ্ন প্যাটার্ন, কি কি বিষয় পরীক্ষায় থাকে তা সম্পর্কে।
যেমন FASS English-40 GK-40 and Bangla-40 FSSS English- 40 GK-40 and Bangla-20
বাংলাটা ছাড়া বাকি সব প্রশ্ন ইংরেজিতে থাকে। তবে ঘাবড়ানোর কিছু নেই। বাংলা সাধারণ জ্ঞান যে ভালো করে পড়বে সে ইংরেজি টাও সহজেই পারবে।
২। আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস।
এইবার তোমাকে আগের বছরের প্রশ্ন খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। কি কি ধরণের প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে আসে তা খুব ভালো করে দেখে নিতে হবে।
৩। এইবার কোন কোন বই পড়বে তা নিয়ে বলা যাক।
ক) প্রথমত সুভাস এডুর সকল পিডিএফ সংগ্রহ করবে।
খ) ইংরেজির জন্য আমি মাস্টার্স বইটা সাজেস্ট করবো।
গ) সাধারণ জ্ঞানের জন্য MP3 অথবা জোবায়ের জিকে
ঘ) বাংলার জন্য অভিযাত্রি।
ঙ) আগের বছরের প্রশ্নের জন্য জয়কলি।
৪। কত ঘন্টা পড়বা ।
দিনে ৩ থেকে ৪ ঘন্টা যথেষ্ট BUP Fass+fsss এর জন্য । ইংরেজিতে বেসিক খারাপ থাকলে আরো একটু বেশি সময় দিতে হবে।
৫। সুভাস এডুর ইউটিউব চ্যানেল প্রতিদিন ভিসিট করবে। সব গুলো প্লে লিস্ট একটা একটা করে দেখে ফেলবে।
চ্যানেল লিঙ্কঃ https://www.youtube.com/@Suvash.Edu.B
৬। পরামর্শ বা কোনো সাহায্যের দরকার হলে।
তোমরা সরাসরি আমাকে নক দিবে অ্যান্ড দরকার হলে আমার সাহায্য নিবে।
৭। নিয়োমিত টপিক অনুযায়ি পরীক্ষা দিবে।
তোমরা চাইলে আমি এক্সাম ব্যাচের আয়োজন করতে পারি।
সাথে আমি রেগুলার তোমাদের কিছু ক্লাস নিবো যেখানে যুক্ত থাকবে এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবে পড়লে ইন শাহ্ আল্লাহ তোমার জন্য চান্স পাবার পথ অনেক সহজ হবে।
হেপি জার্নি উইথ মি। সবাই ধন্যবাদ। গ্রুপটাতে যুক্ত থাকো। আমি প্রতিনিয়ত তোমাদের পাশে থেকে এই গ্রুপেই সব কিছু দিয়ে দিবো এবং আপলোড করবো।
লিখেছেন তোমাদের Shamim Sabuj ভাইয়া।
knock me Shamim Sabuj or whatsApp: +8801724304107 or Suvash Edu or visit: https://suvashedu.com/