
***ব্যবসা প্রশাসন বিভাগ **** ( BUP-FBS + JU-IBA )
সবচেয়ে দুক্ষের বিষয় হলো সেকেন্ড টাইম ব্যবসা প্রশাসনের ক্ষেত্র অনেক ছোটো হয়ে যায়। এছাড়াও প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে। সাথে বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগের ছেলে মেয়েরা অনেকেই এই বিভাগে পরীক্ষা দেয় তাই প্রতিযোগিতাও অনেক বেশি হয়। সব মিলিয়ে এই বিভাগের ছাত্র ছাত্রীর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু অগোছালো হয়ে যায়।

By Shamim Sabuj
Published on June 24, 2025 • Updated on June 24, 2025
***ব্যবসা প্রশাসন বিভাগ **** ( BUP-FBS + JU-IBA )
সবচেয়ে দুক্ষের বিষয় হলো সেকেন্ড টাইম ব্যবসা প্রশাসনের ক্ষেত্র অনেক ছোটো হয়ে যায়। এছাড়াও প্রস্তুতির ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে। সাথে বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগের ছেলে মেয়েরা অনেকেই এই বিভাগে পরীক্ষা দেয় তাই প্রতিযোগিতাও অনেক বেশি হয়। সব মিলিয়ে এই বিভাগের ছাত্র ছাত্রীর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু অগোছালো হয়ে যায়।
আমি সলিড একটা সাজেশন দিবো এবং ঠিক তাই অনুসরণ করতে হবে। অন্য কিছু করলে ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখো সেকেন্ড টাইম কই কই পরীক্ষা দিতে পারবে তা আগে জেনে নাও।
১। জাহাঙ্গীরনগর ( আইবিয়ে + বিবিএ )
২। বিইউপি ( এফ বি এস )
৩। রাজশাহি বিশ্ববিদ্যালয় ( আইবিয়ে + বিবিএ)
৪। চট্টোগ্রাম বিশ্ববিদ্যালয় ( বিবিএ)
৫। জি এস টি ( বিবিএ )
এই সব গুলো বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টির মধ্যে আমি সবার আগে গুরুত্ব দিবো বিইউপি ( এফ বি এস ) ও জে ইউ ( আইবিয়ে ) কে কিন্তু এইখানে প্রশ্ন পত্র কিছুটা ভিন্নতা রয়েছে ।
ইংরেজি + গনিত + সাধারণ জ্ঞান --- যা সাধারণ ব্যবসা প্রশাসন ছাত্র ছাত্রীদের একাডেমিক পড়া শুনার সাথে মেলে না। যেমন একাউন্টিং + ফাইনেন্স এগুলা থেকে কোনো প্রশ্ন থাকে না।
আবার অন্য ভার্সিটি গুলোতে একাউন্টিং ও ফাইনান্স থাকে সাথে ইংরেজি ও সাধারণ জ্ঞান থাকে তাই তাদের জন্য এই দুইটা মিলিয়ে পড়তে একটু ঝামেলায় পড়তে হয়।
কিন্তু বিবিএ পড়তে চাইলে ঐ দুইটা ফ্যাকাল্টি খুবেই রয়াল এবং এইখানে গ্রুমিংটা অসাধারণ হয় যা অনেকটা আন্তর্জাতিক মানের হয়ে থাকে।
এখন তাহলে তোমরা কি সিদ্ধান্ত নিবে। কিভাবে এই দুইটাকে মার্জ করে পড়বে তা নিয়ে তোমাদের দোলাচলা দূর করার চেস্টা করছি।
১। দেখো বিইউপি ও জে ইউ এদের বিজনেশ ফ্যাকাল্টিতে প্রশ্ন খুবেই কঠিন হয়ে থাকে। গনিতে একটা বিশাল নাম্বার থাকে। গনিত গুলো যদিও নবম দশম শ্রেনীর বেসিক থেকে হয়ে থাকে তার পরেও সেগুলো বেশ কঠিন হয়ে থাকে প্রশ্ন গুলো ইংরেজিতে হয় এবং অনেক বড় বড় হয়ে থাকে যা দ্রুত সময়ে পড়ে উত্তর করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবং ইংরেজির লেভেলটা অনেকটা বিজনেস স্টাইলে হয়ে থাকে। লাইক জি এর ই অথবা সেট স্টাইলে। তাই সেটাও বেশ কঠিন লাগে অনেকের কাছে। সাধারণ জ্ঞান ও ইংরেজিতে হয়ে থাকে। তো বুঝতেই পারছো প্রশ্ন কতটা বিদঘুটে হয়ে থাকে। তাই সলিড প্রস্তুতি ছাড়া এইখানে চাঞ্ছ পাওয়া কঠিন। এর উপর দেশের ১০০% ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীর প্রধান টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিয়ে এবং বিইউপির এফ বি এস তাই প্রতিযোগিতা আরো কঠিন হয়ে যায়, সাথে বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগের ছেলে মেয়েরাও পরীক্ষা দেয়। তাই চাঞ্ছ পাওয়া একটু কঠিন।
২। তবে বুঝে সলিড একটা প্রস্তুতি নিলে চাঞ্ছ পাওয়া একদম সহজ। কি পড়তে হবে আর কি বাদ দিয়ে পড়তে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে তা জানা খুবেই গুরুত্বপূর্ন। সবাই ধরা খাবে এইখানে প্রশ্ন না বুঝার জন্য, কিন্তু তারাও কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়ে যাবে। তাও তারা ব্যার্থ হবে শুধু প্রশ্ন না বুঝার জন্য। তাই কোন কোণ জাগায় এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে তা আমি দেখিয়ে দিবো আশা করছি তা পড়লেই একদম পার্ফেক্ট একটা প্রস্তুতি হয়ে যাবে।
৩। কেনো তুমি এই প্রস্ততি টা নিবে?
তার কারন হলো এই খানে ইংরেজির ব্যাসিকটা এত স্ট্রং হবে যে কলা বিভাগে তোমার চাঞ্ছ সহজেই হবে। সাথে সাধারণ জ্ঞানে ভালো জ্ঞান থাকলে। অন্য সব বিশ্ববিদ্যালয়ে চাঞ্ছ পাবার জন্য যে ইংরেজির সমস্যা হয়ে থাকে তা একদম এই হবে না, কারণ এইখানে ইংরেজিটা অনেক ভালো হয়ে যাবে। যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে থাকো।
৪। এখন অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে কিভাবে একুমুলেট করবে। দেখো যদি তোমার একাউন্টিং ও ফাইনেন্সটা পড়া থাকে তাহলে তুমি সব জাগায় পরীক্ষা দিতে পারবে এবং চাঞ্ছ পাবে। যেহেতু তোমরা সেকেন্ড টাইমার তার মানে আমি ধরেই নিলাম আগের বছর তোমরা তোমাদের একাডেমিক সাব্জেক্ট গুলো পড়েছ। যাই পড়েছ এখন তা রিভিশন দিবে। বেশি পড়া দরকার নাই। সাথে ইংরেজি, জি কে ও বাংলা দিয়ে কাভার করে ফেলবে। নতুন করে শুধু গনিতটা তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলেই হবে।
চলবে----------------
কোনো প্রশ্ন থাকলে কর। আমি এই বিভাগ নিয়ে তোমাদের আরো অনেক গাইড লাইন দিবো। সাথে যা যা দরকার সব কিছু এইখানে সরবরাহ করবো। নো চিন্তা ডু ফুর্তি। শুধু ভাইয়ার উপর ভরসা রাখ।
Knock me Shamim Sabuj or Suvash Edu or suvashedu.com or whatsApp: +8801724304107
BUP- FBS + jU IBA Course running
Course : https://suvashedu.com/course/3