
BUP-FST & JU-A Unit
BUP-FST বিশেষ করে এই বিভাগে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দেই কিন্তু সিট খুবেই কম মাত্র ২৫০। ডিপার্ট্মেন্ট ও মাত্র ৩ টা। তবে চল আজকে আমরা সুভাস এডুর পক্ষ থেকে এই ফ্যাকাল্টি নিয়ে একটু আলোচনা করি।

By Shamim Sabuj
Published on June 24, 2025 • Updated on June 24, 2025
BUP-FST & JU-A Unit
BUP-FST বিশেষ করে এই বিভাগে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দেই কিন্তু সিট খুবেই কম মাত্র ২৫০। ডিপার্ট্মেন্ট ও মাত্র ৩ টা। তবে চল আজকে আমরা সুভাস এডুর পক্ষ থেকে এই ফ্যাকাল্টি নিয়ে একটু আলোচনা করি।
দিন যাচ্ছে এই ফ্যাকাল্টির প্রশ্ন কিছুটা কঠিনের দিকে যাচ্ছে। তবে ভয় পাবার কিছু নাই। যেই প্রশ্নই হবে না কেনো চাঞ্চ তো পাবে ২৫০ জনেই।
১। মানবন্টন।
পদার্থ বিজ্ঞান-২০ রসায়ন-২০ গনিত-২০ বায়োলজি-২০ ।
যেকোনো ৩ টা উত্তর করতে পারবে অথবা ৪ টাই। যদি বায়োলজি কর এবং গনিত না কর তাহলে তুমি শুধু একটা ডিপার্ট্মেন্টে ভর্তি হতে পারবে। তা হল ES ( পরিবেশ বিজ্ঞান) আর যদি গনিত কর এবং বায়োলজি বাদ দাও তাহলে তুমি ২ টা ডেপ্টের জন্য যোগ্যে তা হলো কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং অথবা ICT । যদি দুইটাই উত্তর কর গনিত ও বায়োলজি তাহলে সব গুলোর জন্যই তুমি যোগ্যে চাঞ্চ পাবার জন্য
৩। কিভাবে প্রস্তুতি নিবে।
দেখ আমাদের সময় ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলেও কিছুটা ডিইউ ক ইউনিটের মত করে পড়তে হত। কিন্তু ইদানিং প্রশ্ন পত্র দেখলে বুঝা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো করে প্রস্তুতি নিলে আলাদা করে তেমন পড়া লাগে না। তবে কেউ ক ইউনিটের প্রস্তুতি ভালো করে নিলেও BUP এর জন্য যথেষ্ট।
৪। আলাদা করে আর কি পড়া যায়।
পুরো বই একবার ভালো করে রিডিং। যত গুলো সূত্র আছে সাথে সূত্রের চেঞ্জিং গুলো ভালো করে মাথায় নিয়ে রাখবা। সাথে ছোটো ছোটো গনিত গুলো দ্রুত সময়ে উত্তর বের করার প্রস্তুতি নিবে।
সবশেষে, আগের বছরের প্রশ্ন ব্যাংকটা ভালো করে চর্চা করে যাবা এবং কোন কোন যায়গা থেকে বেশি প্রশ্ন আসে তা একটু অ্যানালাইসিস করে সেখান থেকে ভালো করে পড়ে যাবা।
চাঞ্ছ পাবার জন্য ৪৮ থেকে ৫২ মার্ক্স খুবেই নিরাপদ।
আরো জানতে চাইলে আমাকে নক দাও।
knock me Shamim Sabuj or whatsApp: +8801724304107 or Suvash Edu page or visit website: https://suvashedu.com/