Suvash Edu logo
Courses
Admission9-12 AcademicTarget SSCTarget HSC
All CoursesFree ClassesJob Prep
HomeShopBlogAbout
ContactJoin now
CoursesContactJoin now
Admission9-12 AcademicTarget SSCTarget HSC
All CoursesFree ClassesJob Prep
HomeShopBlogAbout
Suvash Edu logo

Empowering students through quality education

Follow Us

Quick Links

  • Home
  • Courses
  • Class 9-12 Academic
  • Admission
  • Job Preparation
  • Contact
  • Login
  • Register
  • Dashboard
  • About Us

Contact

  • House :93-94, Road 6 Block E, Section 11, Mirpur 11, Dhaka, Bangladesh
  • 01724-304107
  • [email protected]

Newsletter

Subscribe to get updates on new courses and offers

© 2025 All Rights Reserved by Suvash Edu.

*******বাংলা********

*******বাংলা********

আজকে আমি তোমাদের জন্য এমন একটি সাবজেক্টের বিষয় লিখছি, যেই সাবজেক্টে কিছু দিন আগ পর্জন্ত আমার ব্যাপক দুর্বলতা ছিলো। বিশেষ করে যারা আমার মত বিজ্ঞান থেকে বিভাগ অন্যান্য বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য ভয়ের আরেকটা নাম হচ্ছে বাংলা। আমি আমার বাংলার বাজে অবস্থা দূর করার জন্য বাংলার এক ম্যামের কাছে তিন মাস টিউশন নেই। উনার কাছে থেকে খুব ভালো করে শেখার চেস্টা করি বাংলা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এখনো বাংলাতে, গনিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মত অতটা দক্ষ হয়ে উঠতে পারি নি। তবে চেস্টা চালিয়ে যাচ্ছি। কোনো এক দিন হয়তোবা কিছুটা দক্ষ হব।

Shamim Sabuj

By Shamim Sabuj

Published on June 23, 2025 • Updated on June 23, 2025

*******বাংলা********

আজকে আমি তোমাদের জন্য এমন একটি সাবজেক্টের বিষয় লিখছি, যেই সাবজেক্টে কিছু দিন আগ পর্জন্ত আমার ব্যাপক দুর্বলতা ছিলো। বিশেষ করে যারা আমার মত বিজ্ঞান থেকে বিভাগ অন্যান্য বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য ভয়ের আরেকটা নাম হচ্ছে বাংলা। আমি আমার বাংলার বাজে অবস্থা দূর করার জন্য বাংলার এক ম্যামের কাছে তিন মাস টিউশন নেই। উনার কাছে থেকে খুব ভালো করে শেখার চেস্টা করি বাংলা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এখনো বাংলাতে, গনিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মত অতটা দক্ষ হয়ে উঠতে পারি নি। তবে চেস্টা চালিয়ে যাচ্ছি। কোনো এক দিন হয়তোবা কিছুটা দক্ষ হব।

তবে তোমাদেরকে পরামর্শ দেবার মত যতটুকু যোগ্যতা দরকার সেইটুকু হয়েছে। চল তাহলে বাংলা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক।

ভর্তি পরীক্ষায় বাংলার প্রশ্ন গুলো কেমন হয় তা নিয়ে আগে একটু কথা বলা যাক।

বাংলাকে আমরা তিন ভাগে ভাগ করবো।

১। বিরচন অংশ

২। ব্যাকরণ অংশ

৩।সাহিত্য অংশ

১০০% নাম্বারের মধ্যে ৪০% অথবা ৩৫% নাম্বার কেরি করে এই বিরচন অংশ। ভার্সিটি ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে।

৪০% নাম্বার কেরি করে ব্যাকরণ অংশ। যেখানে নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে প্রায় ৩০% নাম্বার। ভার্সিটি ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে।

বাকি ২০% নাম্বার আসে সাহিত্য থেকে। যেখানে ১১ জন সাহিত্য থেকে প্রায় ১৫% নাম্বার থাকে। এবং এইচ এস সি সিলেবাসে যেই যেই টপিক গুলো ছিলো বাংলা প্রথম পত্রে সেখান থেকে ও বেশ কিছু প্রশ্ন থাকে।

তাহলে তোমরা বুঝতেই পারছ যে, বাংলার নাম্বার কিভাবে বন্টিত হয়।

তোমাদের সবার নাম্বার কমে যায় কিভাবে তা কি জানো, এর প্রধান কারণ হচ্ছে। বিরচন ও সাহিত্যে অংশে আমরা খুব একটা নজর দেই না বললেই চলে। যেখান থেকে প্রশ্ন আসলে আমাদের অনেককেই উত্তর করতে অনেক কষ্ট হয়। কারণ বিশাল বিরচন অংশ ইংরেজির ভোকাবুলারির মত মুখস্থ করতে হয়। যা খুবেই প্যারা দায়ক তাই আমরা বেশির ভাগেই এই অংশ গুলো নাম ছাম পড়ে পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষায় উলটা পালটা দাগায় আসি। যার ফলে নেগেটিব নাম্বার খেয়ে অবস্থা খারাপ করে ফেলি।

তাই আমার পরামর্শ থাকবে যে তোমরা যেকোনো মুল্যে বাংলার বিরচন অংশকে গুরুত্ব দিবে।

দেখো বিরচন অংশে কি কি থাকে।

১। বানান শুদ্ধি করণঃ এই অংশটা খুবেই ভয়ংকর। অনেক চর্চা করে গেলেও ভুল করার সম্ভাবনা থাকে অনেক। তাই এইটা বেশি বেশি চর্চা করতে হবে। মিনিমাম ২ থেকে ৩ টা প্রশ্ন থাকবে এইখান থেকে। আগের বছরের প্রশ্ন বেশি বেশি দেখবে।

২। প্রতিশব্দঃ এই অংশটাও বেশ প্যারা দায়ক, অনেক অনেক পড়েও দেখা যায় কমন পরে না অনেক সময়। তাই এই অংশটা বোর্ডের প্রশ্ন গুলোতে বেশি বেশি নজর দিবে। আগের বছরের প্রশ্ন বেশি বেশি দেখবে।

৩। বিপরীত শব্দঃ এই অংশটা কিছুটা সহজ আছে তবে খুবেই কনফিউজিং প্রশ্ন থাকে, তাই একটু মনোজোগ দিয়ে পড়তে হবে।

৪। পারিভাষিক শব্দঃ এইটা বোর্ডে যেগুলো আসছে সাথে আগের বছরের প্রশ্ন গুলো ভালো করে দেখে যাবে।

৫। বাগধারাঃ এইখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকে। তাই এইটাও ভালো করে পরবে। আগের বছরের প্রশ্ন বেশি বেশি দেখবে।

৬। এক কথায় প্রকাশঃ এইখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকে। তাই এইটাও ভালো করে পরবে। আগের বছরের প্রশ্ন বেশি বেশি দেখবে।

আমি এই অংশের উপর একটা পি ডি এফ দিয়ে দিবো তোমরা ভালো করে ঐগুলো পড়লেই হবে আশা করছি।

ব্যাকরনঃ এই অংশে কোন কোন টপিক গুরুত্বপূর্ন তা নিয়ে আগে আলোচনা করি।

১। ভাষা

২। ধ্বনিতত্ত্ব

৩। ধ্বনির পরিবর্তন

৪। ণত্ব বিধান ও ষত্ব বিধান

৫। সন্ধি

৬।সমাস

৭।উপসর্গ

৮। প্রত্যয়

৯। পদ

১০। কারক বিভক্তি।

এই ১০ টা টপিককে সর্বচ্চ গুরুত্ব দিয়ে অন্য গুলো পড়বে। প্রায় ২৫ থেকে ৩০% প্রশ্ন এইখান থেকেই আসে।

নবম দশম শ্রেনীর ব্যাকরণ বইটা আগেরটা ও বর্তমান দুইটাই পড়তে হবে।

সাহিত্যঃ

বিশেষ ১১ জনকে গুরুত্ব দিয়ে বাংলা প্রথম পত্র পড়তে হবে।

১। রবীন্দ্রনাথ ঠাকুর

২। কাজী নজরুল ইসলাম

৩। মাইকেল মধুসূদন দত্ত

৪।বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়

৫।মীর মোশাররফ হোসেন

৬। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

৭। জসীমউদ্দীন

৮। সুফিয়া কামাল

৯। জীবনানন্দ দাশ

১০। সৈয়দ মজতুবা আলি

১১। শামসুর রাহমান।

এদেরকে গুরুত্ব দিয়ে বাকি সব কিছু বাংলা প্রথম পত্র থেকে সিলেবাস অনুযায়ী পড়বে।

আজকের মত এইখনেই শেষ । কালকে আমরা নতুন কিছু শিখবো। কোনো সমস্যা হলে ভাইয়াকে নক দাও। ভাইয়াতো পাশে আছি, থাকবো।

for more details:

Knock Shamim Sabuj or whatsApp: +8801724304107 or Suvash Edu or https://suvashedu.com/